ফার্স্ট ফাইন্যান্সে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

ফার্স্ট ফাইন্যান্সে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি সিকিউরিটিজ আইন অমান্য করার কারণে বিএসইসি বিনিয়োগকারীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ২০১৬ সালের ২ মে থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ‘‌জেড’ক্যাটাগরিতে লেনদেনের জন্য পাঠানো হয় ফাস্ট ফাইন্যান্স লিমিটেডকে। নিয়ম অনুসারে, ‘‌জেড’ক্যাটাগরিতে লেনদেন শুরুর পরবর্তী ৪৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে পর্ষদ পুনর্গঠনের শর্ত দেয়া হয়েছিল। কিন্তু কোম্পানিটি এক্ষেত্রে এ-সংক্রান্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।

এছাড়া তাদের বেশকিছু অনিয়ময় ও আইন লঙ্ঘন বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি কোম্পানির প্রতি বিশ্বাস ও আস্থার ঘাটতি তৈরি করেছে। এতে লোকসানে পড়ার পাশাপাশি কোম্পানির খ্যাতি নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটিতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এতে কোম্পানির বিদ্যমান চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) এ স্বতন্ত্র পরিচালকদের ৪৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ডিএসই মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

খবরটি শেয়ার করুন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd