মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সেখানে মাত্র ১ টাকায় মেলে চিকিৎসকের পরামর্শ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্বাস্থ্যসেবা চলাকালে দেখা যায়, রেজিস্ট্রেশন করে মাটির ব্যাংকে এক টাকা জমা দিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ। ছিল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
সেবা নিতে আসা এক ব্যক্তি বলেন, জেলা সদরে ডাক্তার দেখাতে পাঁচশ থেকে সাতশ টাকা ভিজিট দিতে হয়। অথচ এখন আমরা মাত্র ১ টাকা ব্যাংকে দিয়ে চিকিৎসাসেবা নিলাম।
কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য পরিসেবার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রান্তিক জনপদে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতিতে পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এর আগে ৬ মার্চ কমলগঞ্জ পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি আমাদের তৃতীয় আয়োজন।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও হিড বাংলাদেশ কমলগঞ্জের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চলে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম।
সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হিড বাংলাদেশ কমলগঞ্জের লিয়াজোঁ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ইউপি সচিব সোলেমান হাসান, ডা. সাদিয়া মারজান মৌ, তথ্য আপা নিশা প্রমুখ।